নেশার বিরুদ্ধে তেলিয়ামুড়া মহকুমা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ আবার বহি রাজ্যগামী গাড়ি থেকে উদ্ধার হয়েছে শুকনা গাজা। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অফিসার প্রসুন কান্তি ত্রিপুরার কাছে গোপন সংবাদ আসে পশ্চিমবঙ্গ নাম্বার এর একটি কন্টেইনার গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে। আজ রাত আটটা নাগাদ মুঙ্গিয়াকামি থানা এলাকার শাল বাগানের কাছে জাতীয় সড়কে কন্টেনার গাড়িটিকে আটক করতেই সুযোগ নিয়ে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তল্লাশি চালিয়ে পুলিশ কনটেইনার গাড়ি থেকে ৭০ প্যাকেট ১৪০ কেজি গাজা উদ্ধার করে। গাড়ির নম্বর হলো ডাবলু বি ৬১ বি৭২৪৮. তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অফিসার প্রসনকান্তি ত্রিপুরা জানান, নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে. আজকে যে গাড়ি থেকে গাঁজা পাওয়া গেছে সেই গাড়ির চালক কে আমরা আটক করতে পারিনি তবে চালককে ধরার জন্য তল্লাশি অব্যাহত রয়েছে।
128