কল্যাণপুর প্রতিনিধি:
আজ অর্থাৎ রবিবার সাত সকালে কল্যাণপুর থানাধীন কুঞ্জবন এলাকার বন দপ্তরের বিশেষ সফলতা অর্জন।
ঘটনার বিবরণে প্রকাশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তেলিয়ামুড়ার বন আধিকারিক সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বন বিভাগের একটা দল কল্যাণপুর থানাধীন কুঞ্জবন সহ সন্নিহিত এলাকায় নজরদারি রেখে চলেছিল। অবশেষে ভোর আনুমানিক ৫ টা নাগাদ একটি নতুন বুলেরো পিক আপ গাড়ি বুঝাই করে কুঞ্জবনের রাস্তা ধরে অবৈধ বিপুল পরিমাণ কাঠ নিয়ে যাওয়ার সময় বন দপ্তরের কর্মীরা সংশ্লিষ্ট গাড়িটিকে আটক করার চেষ্টা করলে কাঠ বোঝাই গাড়িটি বন দপ্তরের গাড়িটিকে ধাক্কা মেরে রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পারেনি বলে বন আধিকারিক সুপ্রিয় দেবনাথ দাবি করেন। ইত্যবসরে সংশ্লিষ্ট গাড়ির চালক গাড়িটিকে অকুস্থলে ফেলে পালিয়ে যায় বলে বন আধিকারিক সুপ্রিয় দেবনাথের দাবি।
পরবর্তী সময়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে কাঠ বোঝাই গাড়িটিকে তেলিয়ামুড়ার বন দপ্তরের কার্যালয়ে নিয়ে যায়। দপ্তরের মতে কাঠ সহ আটক গাড়ির বাজার মূল্য দশ লক্ষাধিক টাকা হতে পারে।
সাত সকালে কল্যাণপুর এলাকায় বন দপ্তরের হাতে কাঠ বোঝাই গাড়ি আটক হওয়ার খবরে ব্যাপক আলোড়ন তৈরি হয়। এদিকে দপ্তর সুত্রে দাবি করা হচ্ছে বনজ সম্পদ রক্ষায় এরকমের সারাশি অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে।
অতি সম্প্রতি কল্যাণপুর এলাকায় বন দপ্তরের একাধিক সফলতার খবর সামনে এসেছে, কয়েকটা ক্ষেত্রে পুলিশের ভূমিকা কৃতিত্বের দাবি রাখে, আবার বেশ কিছু ক্ষেত্রে তেলিয়ামুড়া থেকে ছুটে যাওয়া বন দপ্তরের কর্মীরা সফলতা অর্জন করলেও কল্যাণপুরের বন দপ্তরের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। এখানে স্বর্ষের মধ্যে ভূত লুকিয়ে নেই তো?
কুঞ্জবনে সাত সকালে বনকর্মীদের সাফল্য, আটক অবৈধ কাঠ সহ বুলেরো পিক আপ গাড়ি
157