120
১৫ বছর পর গ্রেফতার ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির নাম সুরজিৎ দেববর্মা। বাড়ি খোয়াই এর জমাদার বাড়ি এলাকায়। শুক্রবার ছৈলেংটা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে খোয়াই থানার পুলিশ। ২০০৮ সালে অভিযুক্ত সুরজিৎ দেববর্মার বিরুদ্ধে খোয়াই থানায় একটি ধর্ষণের মামলা রুজু হয়। মামলার রুজু হবার পর সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ 15 বছর ধরে পুলিশের চোখে ধূলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। অবশেষে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মনু পুলিশের সহায়তায় ছৈল্যাংটা থেকে তাকে গ্রেফতার করে খোয়াই থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার অভিযুক্তকে এসডিজেএম কোর্টে তোলা হলে মাননীয় আদালত তাকে আগামী ১৪ই জুলাই পর্যন্ত হাজতে থাকার নির্দেশ দেয়। ১৫ই জুলাই অভিযুক্তকে পুনরায় আদালতে তোলা হবে।