Home » পিস্তল কান্ডে অভিযুক্ত তিপরা মথা নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

পিস্তল কান্ডে অভিযুক্ত তিপরা মথা নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

by admin

উজ্জ্বল হোসেনের বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান চালায় পুলিশ । সোমবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রতননগর স্থিত উজ্জ্বল হোসেনের বাড়িতে হানা দেয়। যদিও অভিযুক্ত উজ্জ্বল গা ঢাকা দিয়েছে। তাকে আটক করার চেষ্টা করছে পুলিশ । ২০২৩ বিধানসভা নির্বাচনে বিশালগড় কেন্দ্রের তিপরা মথার প্রার্থী শাহ আলম মিয়ার নির্বাচনী এজেন্ট ছিলেন উজ্জ্বল । তার সঙ্গে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে। রবিবার উজ্জ্বল হোসেন তার বিছানায় পিস্তল রেখে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন। পিস্তল সহ উজ্জ্বলের ছবি ভাইরাল হয়ে যায়। পিস্তল সহ তিপরা মথার নেতার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নেট দুনিয়ায় আলোরণ সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে রতন নগরে উজ্জ্বল হোসেনের বাড়িতে হানা দেয় পুলিশ। সোমবার সকাল থেকেই নিরুদ্দেশ উজ্জ্বল। তার বিরুদ্ধে বিশালগড় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে । তবে তার বাড়ি তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। কারণ বিপদ বুঝে পিস্তল সঙ্গে নিয়ে পালিয়েছে উজ্জ্বল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। দ্রুত অভিযুক্ত উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। তবে এই পিস্তল কান্ডে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। বিশালগড়ে আরও কয়েকজন বেআইনি অস্ত্র মজুত রেখেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোন অঘটন ঘটার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

You may also like

Leave a Comment