Home » কল্যাণপুরে রাতের আঁধারে চুরাইকাট বুঝাই বুলেরো গাড়ি ধাক্কা মারে পুলিশের গাড়িকে, অল্পতে প্রাণে বেঁচে যান পুলিশ আধিকারিক সহ টিএসআর জোয়ানরা

কল্যাণপুরে রাতের আঁধারে চুরাইকাট বুঝাই বুলেরো গাড়ি ধাক্কা মারে পুলিশের গাড়িকে, অল্পতে প্রাণে বেঁচে যান পুলিশ আধিকারিক সহ টিএসআর জোয়ানরা

by admin

নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর

কল্যাণপুর থানার পুলিশ কে প্রাণে মারার চেষ্টা। অল্পতে রক্ষা পেল কল্যাণপুর থানার এস আই সহ টিএসআর জোয়ানরা। চোরাই কাঠ বুঝাই গাড়ি পুলিশের গাড়িকে ধাক্কা মেরে পাল্টি খায় রাস্তায়। ঘটনা শুক্রবার মধ্যরাতে কল্যাণপুর থানা এলাকার দাউচড়া রাস্তায়। প্রাপ্ত খবরে পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনকার মত কল্যাণপুর থানার এসআই অঞ্জন দেববর্মা এবং টিএসআর মিলে থানার জিপ গাড়িতে করে নাইট মোবাইল বা ডিউটিতে বের হয়। থানার গাড়িটি শুক্রবার মধ্যরাতে কল্যাণপুর থেকে দাওছড়া এলাকা দিকে রাস্তা ধরে যাচ্ছিল। যাবার পথে কল্যাণপুর মাখন লাল চক্রবর্তীর সেতু পেরিয়ে যখন পুলিশের গাড়িটি দাওছড়া অভিমুখে একটি ডাউন উঠছিল। তখন উল্টোদিকে যতদূর খবর উপজাতি জনপদ উত্তরমহারানীপুর থেকে চুড়াই কাঠ বুঝাই TR 06 A 1891 নম্বরের বুলেরু গাড়ি দাওছড়ার রাস্তা ধরে কল্যাণপুর যাবার পথে পুলিশের গাড়িকে ধাক্কা মেরে রাস্তায় পাল্টি খায়। তৎক্ষণাৎ ভুলেরো গাড়ির চালক পালিয়ে যায়। পুলিশের গাড়ির বাঁদিকের সামনের অংশ ক্ষতি হয় বলে জানা যায়। এদিকে কল্যাণপুর থানায় এসআই অঞ্জন দেববর্মা সহ টিএসআর জুয়ান এবং গাড়ির চালক অল্পেতে প্রাণে বেঁচে যায়। শনিবার ভোরে কল্যাণপুর এবং তেলিয়ামুড়া থেকে বনদপ্তরের কর্মীরা এসে গাড়ি এবং চুরাই কাট নিয়ে যায়। চুরাই কাট বুঝাই গাড়ির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়। অপরদিকে সূত্রের খবর, বনদপ্তরের চোখ কে ফাঁকি দিয়ে প্রায় প্রতিনিয়ত প্রতিদিন চুপিসারে রাতের আঁধারে কোন সময় আবার দিনের বেলাতেও এরকমভাবে কাঠ পাচার হয় বলে জানা যায়। এই ব্যাপারে বনদপ্তরকে আরো সক্রিয় ভাবে কাজ করতে হবে। সবমিলিয়ে খবরে জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়।

You may also like

Leave a Comment