Home » বিশালগড়ে নেশার বিরুদ্ধে জন আন্দোলন শুরু

বিশালগড়ে নেশার বিরুদ্ধে জন আন্দোলন শুরু

by admin

প্রতিনিধি, বিশালগড় , ।। বিশালগড়ে নেশার বিরুদ্ধে জন আন্দোলন শুরু হয়েছে। প্রতিটি অলিগলিতে নেশার আখড়ায় সংঘবদ্ধভাবে অভিযান শুরু হয়েছে। রবিবার ১নং গৌতম নগর এলাকায় একটি কারখানাতে হানা দিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগারের কন্টেনার উদ্ধার করে স্থানীয় জনতা । জনতার উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় কুখ্যাত নেশাকারবারি সুভাষ দাস।
রবিবার সকালে স্থানীয় কাউন্সিলার রিঙ্কু দাস এবং অমর সরকার সহ এলাকায় জনগন মিলে এই অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ব্রাউন সুগারের কন্টেনার,যার বাজার মূল্য দুই থেকে তিন লক্ষ টাকা। পরবর্তী সময়ে খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। উদ্ধারকৃত নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু নেশাকারবারীকে আটক করতে পারেনি পুলিশ । এরপর অফিসটিলা স্কুলের পাশে লিটন বর্মনের জেরক্সের দোকানে হানা দিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। লিটন বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিশালগড় থানার পুলিশের ভূমিকায় অসন্তোষ বাড়ছে। নেশা কারবারিদের সঙ্গে পুলিশের গোপন লেনদেনের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ।

You may also like

Leave a Comment