Home » পাকিস্তানি দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করলো আমতলী থানার পুলিশ।

পাকিস্তানি দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করলো আমতলী থানার পুলিশ।

by admin

প্রতিনিধি কমলাসাগর ২১ জুন :-

বুধবার সকালে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অশ্বিনী মার্কেট এলাকা থেকে আটক করা হয় পাকিস্তানি জঙ্গির সংগঠনের সন্দেহভাজন দুই সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের নাম ইয়াকুব ইয়াজদানবক্স, এবং অপর ব্যক্তির নাম শাহীন মন্ডল, জানা গেছে তাদের মধ্যে একজনের বাড়ি ইরানে। পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি মোবাইল সহ বেশ কিছু ভূয়ো আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করে। বুধবার সকালে স্থানীয় এলাকাবাসীরা তাদের মোবাইলে পাকিস্তানের জঙ্গি সংগঠনের বেশ কিছু ছবি সহ অন্যান্য তথ্য পায়। ধৃতদের আমতলী থানায় এস ডি পি ও এবং আমতলী থানার ওসি নাড়ুগোপাল দে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমতলী থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন এর বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা কি স্বীকারোক্তি দিয়েছে তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বীকার করেননি। তবে অশ্বিনী মার্কেট এলাকার মানুষ সন্দেহ করছে ধৃতরা পাকিস্তানি জঙ্গি সংগঠনের গুপ্তচর হয়ে কোন বড় ধরনের চক্রান্ত করার জন্য রাজ্যে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে বৃহস্পতিবার ধৃতদের পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করবে।

You may also like

Leave a Comment