
প্রতিনিধি , উদয়পুর :-
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তথা সেবা , সুশাসন এবং গরিব কল্যাণের নবম বর্ষপূর্তি উপলক্ষে একমাস ব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে আর কে পুর মন্ডলের ২২ নং বুথে সম্পর্ক থেকে সমর্থন কর্মসূচিতে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী তথা ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। দিন কর্মীদের সাথে দলীয় সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে সমর্থন আদায় ও জনসম্পর্ক অভিযান এই তিন বিষয়ের উপর জোর দেন অর্থমন্ত্রী । পাশাপাশি ২২ নং বুথে আগামী লোকসভা নির্বাচনে আরো বেশি করে সাধারণ মানুষের কাছ থেকে জনসমর্থন আদায় করে এই বুথে লোকসভা নির্বাচনে ব্যাপক পরিমাণের লিড দেওয়া যায় সে বিষয়ে সংগঠনকে মজবুত ভাবে ঘরে তোলা বুথ সভাপতি থেকে প্রতিটি কর্মীর বিশেষ দায়িত্ব । এদিন তিনি বলেন , গত নয় বছর কেন্দ্রীয় সরকার যে সকল কাজকর্ম গোটা ভারতবর্ষ জুড়ে করেছে তার প্রচার অভিযান প্রতিটি বাড়িতে নিয়ে যেতে হবে । সেইসাথে সামাজিক মাধ্যমেও প্রচারের ঝড় তুলে দিতে হবে । বিরোধী দলগুলিকে ১ ইঞ্চিও জায়গা ছাড়া হবে না রাজনীতির ময়দানে । যদি কোন কারনে বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দেয় তাহলে তাকে উন্নয়নের মধ্য দিয়ে জবাব দিতে হবে । এদিন ঘরোয়া সম্পর্ক থেকে সমর্থন দলীয় কার্যক্রম কে কেন্দ্র করে ২২ নং বুথের দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।