প্রতিনিধি মোহনপুর:-বৃহস্পতিবার গভীর রাতে সিধাই থানা ধিন ব্রহ্মকুণ্ড এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। চিকিৎসাধীন অবস্থায় কাতলামার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যু হয় উনার। মৃতের নাম অন্তু রায়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শিবু ভট্টাচার্য এবং দিলীপ সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার ব্রহ্ম কুন্ড মেলা সংলগ্ন এলাকার নিজ দোকানে ঘুমাতে গিয়েছিলেন অন্ত রায়। গভীর রাতে স্থানীয় কতিপয় জনতা রাস্তার পাশে চিৎকার শুনতে পেয়ে এগিয়ে আসেন। দেখতে পান অন্ত রায় নামে এক ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন। উনার দুটি পায়ে গুরুতর জখম রয়েছে। এই জখম দিয়েই প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। প্রতিবেশীরা ওনাকে নিয়ে যায় কাতলা মারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার। এদিকে মৃতের ভাই তার মৃত্যুকে কেন্দ্র করে সিধাই থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। সিধাই থানার ওসি সিদ্ধার্থ শংকর রায় বলেন এই অভিযোগ মূলে তদন্ত করে শিবু ভট্টাচার্যী এবং দিলীপ সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের সাথে আগে থেকেই ব্যবসা সংক্রান্ত বিবাদ ছিল অন্তুর। এই বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। তবে এর পেছনে আরো অন্য কোন রহস্য রয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানান সিধাই থানার ওসি সিদ্ধার্থ শংকর রায়।
সিধাইয়ের ব্রহ্মকুণ্ডে ব্যবসা সংক্রান্ত প্রতি হিংসায় খুন,গ্রেফতার- ২
144
previous post