প্রতিনিধি, বিশালগড়।। বনদস্যুদের আস্ফালন রুখতে সাড়াশি অভিযান সংগঠিত করছে চড়িলাম ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা। প্রতিদিন অভিযান সংগঠিত করছে। বে আইনি স মিল, লগ বোঝাই গাড়ি, গাছের লগ, ফার্ণিচার ইত্যাদি সামগ্রী বাজেয়াপ্ত করছে প্রতিনিয়ত। মঙ্গলবার বিশেষ অভিযানে একটি বে আইনি স মিল বাজেয়াপ্ত করেছে চড়িলাম ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা। এদিন বনাধিকারি সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা বিশালগড় প্রভুরামপুর এলাকায় অভিযান চালায়। গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় বে আইনি স মিল। বনকর্মীদের আনাগোনা টের পেয়ে পালিয়ে যায় বনদস্যুরা। শেষে বে আইনি স মিল বাজেয়াপ্ত করে চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যায়। এই অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা বনাধিকারিক পল্লব চক্রবর্তী। কিছু দিনের মধ্যেই বড় ধরনের অভিযান সংগঠিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। বনদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
105
previous post