159
প্রতিনিধি, বিশালগড় , ২৪ মে।। দক্ষিণ মধুপুরের বাপন বণিক দীর্ঘদিন ধরে নেশা কারবারের সঙ্গে যুক্ত। তার কার্যকলাপে অতিষ্ঠ সেখানকার নাগরিকরা। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সে। বুধবার ব্রাউন সুগার সহ নেশা কারবারি বাপন বণিককে গ্রেপ্তার করেছে মধুপুর থানার পুলিশ। বুধবার সকালে দক্ষিণ মধুপুরে বাপন বণিকের বাড়িতে অভিযান চালায় মধুপুর থানার পুলিশ। অভিযানে ১৫৩ কৌটা ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এছাড়া নগদ ১১৭৬০ টাকা এবং একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাপন বণিকের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা গ্রহণ করে বুধবার আদালতে সাপোর্ট করা হয়েছে।