প্রতিনিধি, বিশালগড় ,
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পথে বিএসএফ এর হাতে আটক হয় দুই নারী। তাদের বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। ধৃতরা হলেন মমতাজ বেগম (৪৫) এবং ওনার মেয়ে মিরা খাতুন ( ২৩)। জানা যায়, মমতাজ বেগম দীর্ঘদিন যাবৎ ব্যাঙ্গালোরে ছিলেন। সেখানে তিনি একটি বাড়িতে কাজ করতেন। এক সপ্তাহ হয়েছে উনার মেয়ে মিরা খাতুন ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। ব্যাঙ্গালোর থেকে মা ও মেয়ে অবৈধভাবে হরিহরদোলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার পথে বিএসএফ জওয়নের হাতে আটক হয়। তাদেরকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় অবৈধ ভোটার আইডি কার্ড এবং অবৈধ আধার কার্ড উদ্ধার হয়। তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে । তাদের বিরুদ্ধে মধুপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৪৬৮/৪৭৯/৪২০ পাসপোর্ট এক্টে মামলা গ্রহণ করা হয় । তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মানব পাচারচক্রের সঙ্গে তাদের সম্পর্ক আছে কি-না খতিয়ে দেখছে পুলিশ। কারণ এই সীমান্ত এলাকা দিয়ে মানব পাচারের মতো ঘটনা ঘটছে। সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে মধুপুর থানার পুলিশ।