Home » বাংলাদেশে পাচারের পথে ৬ টি মহিষ আটক করতে সক্ষম হওয়ায় বিএসএফ

বাংলাদেশে পাচারের পথে ৬ টি মহিষ আটক করতে সক্ষম হওয়ায় বিএসএফ

by admin

ধর্মনগর
বৃহস্পতিবার গভীর রাতে উত্তর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিষ্ণুপুর এলাকায় ১৩৯ নং ব্যাটালিয়ানের বি এস এফ জোয়ানরা যখন রাত্রি কালীন টহলদারি করেছিল এই সময়ে তাদের নজরে আসে একদল পাচারকারী কিছু একটা পাচার করতে বাংলাদেশ সীমান্তবর্তী তারের বেড়ার দিকে এগোচ্ছে। এমন সময় বিএসএফ জোয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা আত্মরক্ষা করতে পালিয়ে যায়। বিএসএফ-জোয়ানরা ঘটনাস্থল থেকে ছয়টি মহিষ উদ্ধার করে বিষ্ণুপুর বিওপিতে নিয়ে আসে।পরবর্তী সময়ে শুক্রবার সকালবেলা ১৩৯ নং ব্যাটেলিয়ান বিএসএফ জোয়ানরা মহিষ গুলি কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশে পাচারের পথে ৬ টি মহিষ আটক করতে সক্ষম হওয়ায় বিএসএফ এর ভূমিকায় সীমান্তবর্তী এলাকার নাগরিকরা খুশি বলে জানা গেছে।

You may also like

Leave a Comment