Home » বিশালগড় মহকুমা হাসপাতালের ডাস্টবিনে ভ্রুণ উদ্ধার

বিশালগড় মহকুমা হাসপাতালের ডাস্টবিনে ভ্রুণ উদ্ধার

by admin

প্রতিনিধি, বিশালগড় ,১৯ মে।। বিশালগড় মহকুমা হাসপাতালের ডাস্টবিনে ভ্রুণ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এই দৃশ্য নজরে আসতেই প্রশাসনিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে । হাসপাতালের মর্গের পাশে একটি ডাস্টবিনে দু’টি মৃত ভ্রুন পাওয়া গিয়েছে। খবর ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে এম দাস স্বাস্থ্য কর্মীদের সঙ্গে নিয়ে আবর্জনার স্তূপে পড়ে থাকা দু’টি ভ্রুন উদ্ধার করেন। মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানান গোটা বিষয়টি তদন্ত করবেন। ডেলিভারির সময় মৃত শিশুর জন্ম হলে তা রেকর্ড থাকে। অবৈধ গর্ভপাত হয়েছে কি-না খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে এম দাস। এদিকে হাসপাতালের ডাস্টবিনে ভ্রুণ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালেই অবৈধ গর্ভপাত করানো হয়েছে বলে মনে করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছেছে। একাংশ স্বাস্থ্য কর্মী বেআইনি গর্ভপাত করিয়ে মুনাফা কামাচ্ছে। তদন্তক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

You may also like

Leave a Comment