108
প্রতিনিধি, বিশালগড়, ।। বনজ সম্পদ রক্ষায় অভিযান জারি রেখেছে চড়িলাম ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা। ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জঙ্গলে বে আইনি স মিল বসানো হয়েছে। সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে মুনাফা কামাছে বনদস্যুরা। এক্ষেত্রে একাংশ বনাধিকারিকের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। যা-ই হোক সিন্ধুতে বিন্দু হলেও মাঝেমধ্যে অভিযান চলছে। সোমবার বেশ সাফল্য পায় চড়িলাম ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় লালসিংমুড়া রামছড়া এলাকায়। অভিযানে একটি চেড়াই কাঠের স্ মিল , জেনারেটর সহ আনুমানিক দেড় লক্ষ টাকার বেআইনি কাঠ উদ্ধার করেছে চড়িলাম ফরেস্ট রেঞ্জের কর্মীরা। এগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বনদস্যুরা পালিয়ে গিয়েছে বলে জানান বনাধিকারিকরা।