প্রতিনিধি, গন্ডাছড়া ৬ মে:- ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার ভারত বাংলা সীমান্ত রতননগরের মাঝীমনি পাড়ায় আবারো দেশি বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গোপন খবরের ভিত্তিতে মাঝিমনি পাড়াস্থিত টিএসআর ১২ ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডের শ্যামল দেববর্মার নেতৃত্বে টিএসআর জওয়ানরা বিশেষ অপারেশনে বের হয়। পুরাতন মাঝিমনি পাড়ার জঙ্গলে পরিত্যক্ত জুম ঘর থেকে একটি দেশী বন্দুক
উদ্ধার করে। পরে উদ্ধারকৃত দেশী বন্দুকটি রইস্যাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য মহকুমার ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা গুলিতে প্রায় সময় দেশী বন্দুকের রমরমা লক্ষ্য করা যায়। শুধু তাই না প্রত্যেক বছর সীমান্তবর্তী এলাকাগুলিতে খুন খারাবির ঘটনা সংগঠিত হয়। এসব এলাকাগুলিতে টিএসআর এবং পুলিশি অভিযান জারি থাকলেও এখনো দেশী বন্দুকের রমরমা অব্যাহত রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে প্রশাসন যেন অবৈধ অস্ত্র মজুদ কারীদের কঠোর হাতে মোকাবেলা করে।
সীমান্ত এলাকায় দেশী বন্দুকের রমরমা, আতঙ্কিত গন্ডাছড়া মহকুমাবাসী
141
previous post