Home » ৫০০০০ টাকার ড্রাগস উদ্ধার মাতাবাড়ি শপিং কমপ্লেক্সে

৫০০০০ টাকার ড্রাগস উদ্ধার মাতাবাড়ি শপিং কমপ্লেক্সে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বৃহস্পতিবার সকাল ১১ টায় গোপন খবরের মাধ্যমে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস মাতাবাড়ি শপিং কমপ্লেক্সে হানা দিয়ে দুই ড্রাগস বিক্রেতাকে আটক করে । পুলিশ জানিয়েছে দুই ড্রাগস বিক্রেতার বাড়ি মাতার বাড়ি এলাকায়। নেশা বিক্রেতা রুপক সরকার , উৎপল নমঃ দাস নামে দুই যুবককে আটক করা হয়েছে। এর মধ্যে রুপক সরকার একজন অটো চালক । দীর্ঘদিন ধরে এই দুই নেশা বিক্রেতা প্রতিনিয়ত ড্রাগস বিক্রি করে যাচ্ছে মাতারবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় । আজকের দিনে হাতেনাতে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে । রাধাকিশোরপুর থানার পুলিশ এই নেশা বিক্রেতাকে আটক করার পাশাপাশি তাদের দুজনের কাছ থেকে একটি অটো ও স্কুটি বাজেয়াপ্ত করে । এদিন মাতারবাড়ি এলাকা থেকে মোট পঞ্চাশ হাজার টাকার ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়েছে রাধাকিশোর থানা পুলিশ । রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে নেশা বিরোধী অভিযানে পুলিশকে জোর দেওয়ার জন্য বলেছে তাতে করে এক প্রকার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মুখ উজ্জ্বল করলো রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস

You may also like

Leave a Comment