Home » দিল্লির ঘটনার পুনরাবৃত্তি ধর্মনগর আলগাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ।

দিল্লির ঘটনার পুনরাবৃত্তি ধর্মনগর আলগাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
কুষ্টির কোচ ব্রিজ ভূষণ কে নিয়ে যখন সারা দেশ তোলপাড় হচ্ছে দিল্লির যন্তর মন্তরে প্রতিভাবান জুনিয়র এবং সিনিয়র কুস্তিগীররা ধনায় বসেছে তখন কুস্থির কোচ হিসাবে শীলু দেবনাথ একই ধরনের দুশ্চরিত্রের মামলায় জড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায় দুটি নাবালিকা মধ্যপ্রদেশে যে জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাতে সুযোগ পায়। শীলু দেবনাথ এর বাড়ি তিলথৈ হলেও সে আলগাপুর স্কুলে কুস্তির কোচিংয়ের কাজে নিযুক্ত। দুটি নাবালিকা সোমবার তাদেরকেও শীল দেবনাথ এর কাছে রেজিস্ট্রেশনের জন্য যায়। কারণ মধ্যপ্রদেশে যে জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার জন্য সোমবার ছিল রেজিস্ট্রেশন করার শেষ দিন। সেখান থেকে তাদের কোচ তাদেরকে নিয়ে তার ভাড়া বাড়িতে যায়। অভিযোগ অনুযায়ী নাবালিকা দুটি জানায় সেখানে তাদেরকে সে ভাত খায়নি বলে, ভাত রান্না করতে বলে। জোর জবরদস্তি পানীয় জল খাওয়া তারপর তাদের মাথা ঘুরতে থাকে কোন রকমে নিজেদেরকে বাঁচিয়ে বাড়াবাড়ি থেকে মেয়ে দুটি পালায়। কোনভাবে একদল যুবক ঘটনা জানতে পারে এবং শীলু দেবনাথ কে প্রথমে তার ঘরে ঢোকার আগেই উত্তম মধ্যম দেয়। সে পালিয়ে গিয়ে বিয়ে বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে টেনে এনে আবার উত্তম উত্তম দিয়ে ইরিক্সা করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার সময় পুলিশ সুপারের অফিসের সামনে ই রিক্সা দারা করিয়ে পুনরায় উত্তম মধ্যম দিতে গেলে ফায়ার সার্ভিসের খবর যায় এবং তারা উদ্ধার করে শীলু দেবনাথকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। এদিকে দুটি নাবালিকা ধর্মনগর মহিলা থানায় অভিযোগ দায়ের করে এবং তাকে কোচিং থেকে ছড়ানোর আবেদন জানায়। তা না হলে সমাজের আরো অনেক নাবালিকা তার লালসার শিকার হবে বলে অভিমত প্রকাশ করে। যদিও এই কোচের স্ত্রী সন্তান সবই রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ছি ছি রব উঠেছে এলাকা জুড়ে। ধর্মনগরের মহিলা থানায় ১১/২৩ নম্বরে একটি মামলা নথিভুক্ত হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (বি )এবং ৩২৩ সঙ্গে পক্সো এক আট এ মামলাটি নথিভুক্ত হয়েছে।

You may also like

Leave a Comment