প্রেমিকাকে বিয়ে করার দাবিতে প্রেমিকের বাড়িতে তালা দিলেন স্থানীয় এলাকাবাসীরা। ঘটনার বিবরনে জানা যায় বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর সুকান্ত কলোনি এলাকার বাসিন্দা CPIM এল সি মেম্বার এর নেতা সুশান্ত সাহার ছেলে সুজিত সাহা গত দুই বছর ধরে একই এলাকার এক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে ওই যুবতী মেয়ের সাথে বিয়ের প্রলোভন সহ বিভিন্ন ভাবে প্রলোভনের ফাঁদে ফেলে ফষ্ঠীনষ্টি করার পর সুজিত সাহা তার প্রেমিকা যুবতী মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে। এই নিয়ে বেশ কয়েক দফায় এলাকায় শালিশি সভাও হয়। সালিশি সভায় প্রেমিক সুজিত সাহা ১৫ দিনের সময় চেয়ে নেয়, আজ ১৫ দিন শেষ হলেও প্রেমিক সুজিত সাহার পক্ষ থেকে তার প্রেমিকাকে বিয়ে করে গ্রহণ করার কোন সদুত্তর পায়নি প্রেমিকা সহ স্থানীয় এলাকাবাসীরা। অবশেষে আজ অর্থাৎ শুক্রবার তার প্রেমিকা কে নিয়ে স্থানীয় এলাকাবাসীরা প্রেমিক সুজিত সাহার বাড়িতে গেলে প্রেমিক সুজিত সাহা সহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। অবশেষে স্থানীয় এলাকাবাসীরা প্রেমিক সুজিত সাহার বাড়ির গেটে তালা লাগিয়ে দেয়। প্রেমিকা সহ স্থানীয় এলাকাবাসীদের দাবি যেহেতু সুজিত সাহা একটি যুবতী মেয়ের সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছে তাহলে অবশ্যই ওই যুবতী মেয়েকে বিয়ে করে গ্রহণ করে নিতে হবে সুজিত সাহা কে। শুক্রবারের এই ঘটনা নিয়ে গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে ছেলের পরিবারের বক্তব্য মেয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে যা ছেলের বাড়ির লোকেরা প্রায় সময় দেখতে পেয়েছেন। এ বিষয়ে মেয়েকে জিজ্ঞাসা করলে সে কোনভাবে সঠিক উত্তর দিতে পারেনি বলে ছেলে বাড়ির লোকজন অভিযোগ করেন। অবশেষে এলাকাবাসী প্রেমিকাকে বিয়ে করার দাবিতে প্রেমিকার বাড়িতে তালা ঝুলিয়ে দিলেন। এখন দেখার বিষয় উক্ত ঘটনায় প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেন সে দিকে তাকিয়ে আছেন এলাকাবাসীর সহ অসহায় প্রেমিকা সহ তার পরিবার।
প্রেমের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক,CPIM নেতার বাড়িতে বিয়ের দাবিতে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী
by admin
written by admin
101
previous post