Home » চুরি করা সামগ্ৰী সহ চুর গ্ৰেপ্তার কৈলাসহরে

চুরি করা সামগ্ৰী সহ চুর গ্ৰেপ্তার কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আবারো বড়সড় সাফল্য পেলো কৈলাশহর থানা।সম্প্রতি কৈলাশহর আর কে আই স্কুল মাঠে অস্থায়ী ক্রিকেট স্ট্যান্ড থেকে ১০ থেকে ১২ টি টিন চুরি করার অপরাধে টিন চুর ও টিন ক্রেতা সহ মোট দুজনকে গ্রেফতার করে আজ কৈলাসহর থানার পুলিশ। উল্লেখ্য,বিগত কয়েকদিন পূর্বে কৈলাশহর আর কে স্কুল মাঠে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নিয়ম অনুযায়ী আন্ডার ফিফটিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট প্লেয়ারদের স্বার্থে।কৈলাশহর ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে কৈলাসহর আর কে আই স্কুল মাঠে অস্থায়ী একটি প্লেয়ার স্ট্যান্ড বানানো হয়েছিল।কিন্তু অভিযোগ হচ্ছে,সেই অস্থায়ী প্লেয়ার স্ট্যান্ড থেকে ১০ থেকে ১২টি টিন চুরি করে নিয়ে যায় চুরের দল।পরবর্তী সময় কৈলাশহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।কৈলাসহর ক্রিকেট এসোসিয়েশনের অভিযোগ মূলে কৈলাসহর থানার পুলিশ তদন্তে নামে এবং সাফল্য পায়।আজ গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ টিন চুর ও টিন ক্রেতাকে।টিন চুরের নাম তান্তু পাল ও টিন ক্রেতা মানিক দেবনাথের বাড়ি তান্তু পালের বাড়ি কৈলাশহরে এবং মানিক দেবনাথের বাড়ি গৌরনগর এলাকায়। কৈলাশহর থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে আজ সকাল ১১টা নাগাদ কৈলাশহর থেকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে।পাশাপাশি চুরি হয়ে যাওয়া ১২টি টিন মানিক দেবনাথের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।জানা যায় তান্তু পাল টিন গুলো চুরি করে মানিক দেবনাথের কাছে বিক্রি করে ৯০০ টাকার বিনিময়ে মানিক দেবনাথের কাছে টিন গুলি বিক্রি করার পূর্বে আরো এক ব্যক্তির কাছে টিন গুলি বিক্রি করেছিল তান্ত পাল।পরবর্তী সময় ওই ব্যক্তির কাছ থেকে পুনরায় টিন গুলি এনে মানিক দেবনাথের কাছে বিক্রি করে তান্তু পাল।পরবর্তী সময় আজ দুপুর ১:৩০ মিনিট নাগাদ কৈলাশহর থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে।
সংবাদ প্রতিনিধিদের সম্মুখীন হয়ে তান্তু পাল চুরির ঘটনা অস্বীকার করে সে বলে আমি এই চুরি কান্ডের সাথে যুক্ত নই আমি চুরি করি নাই বলে দাবি করে তান্তু পাল।

You may also like

Leave a Comment