৩১ বছর পর ফেরারি আসামি পুলিশের জালে। কল্যাণপুর পুলিশ সূত্রে জানা যায়, ০৫/০৩/১৯৯২ ইংরেজি সনে কল্যাণপুর থানায় মারপিটের মামলা হয়েছিল। এই মারপিটের মামলায় মুখ্য আসামি ছিলেন কোচ কলোনি গ্রামের বাসিন্দা রবি বর্মা। বর্তমানে ওনার বয়স ৫৫। মামলা হবার পর তিনি বহি রাজ্য আসামে পালিয়ে গিয়েছেন বলে পুলিশের দাবি। অবশেষে গতকাল রাতে উনার কোচ কলোনি বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিশ টিএসআর নিয়ে যৌথ অভিযান চালায় এবং উনাকে গ্রেফতার করে। উনার নামে খোয়াই আদালত থেকে পার্মানেন্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গিয়েছিল। অবশেষে ৩১ বছর পর রবি বর্মাকে গ্রেফতার করতে পারল কল্যাণপুর থানা পুলিশ। কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত অধিকারী তাপস মালাকার সাংবাদিকদের সামনে সমস্ত তথ্য তুলে ধরেন। আজ রবিবার রবি বর্মাকে খোয়াই আদালতে প্রেরণ করে কল্যাণপুর থানার পুলিশ।
111