প্রতিনিধি, উদয়পুর :-
শনিবার দুপুর ১২ টায় ৩২ মাতারবাড়ি বিজেপি মন্ডলের উদ্যোগে নব নির্বাচিত বিধায়ক অভিষেক দেবরায় ও রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কে সংবর্ধনা দেওয়া হয় । এই সংবর্ধনা সভার প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । পরে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অর্থমন্ত্রী থেকে শুরু করে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক অভিষেক দেবরায় , মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী ও এমডিসি সম্রাট জমাতিয়া । পরে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও ৩২ মাতাবাড়ি মন্ডল থেকে অর্থমন্ত্রীকে সংবর্ধনা ও গণেশ ঠাকুরের প্রতিকৃতি হাতে তুলে দেওয়া হয় । সেই সাথে বিধায়ক অভিষেক দেবরায় কে ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রতীকৃতি দিয়ে সম্মান জানানো হয় । পরে সংবর্ধনা সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , বিগত দিনে গত পাঁচ বছরে মাতাবাড়িতে যে কাজ হয়েছে তার পরেও আরো বহু কাজ রয়ে গিয়েছে । সে সকল কাজ আগামী পাঁচ বছরের মধ্যে সমাপ্তি করতে হবে এবং এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রকে সাজিয়ে তুলতে হবে । একদিকে যেমন ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ রয়েছে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী রয়েছে। সর্বদিকে ডাবল ইঞ্জিনের সরকার কাজ করবে গোটা মাতাবাড়িতে । এদিকে অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন , রাজ্যের উন্নয়নে ডাবল ইঞ্জিনের সরকার আগেও যেমন কাজ করেছে বর্তমানেও আরো বেশি করে কাজ করবে শহর থেকে গ্রাম। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রকে আরো কিভাবে উন্নত করা যায় সেদিকে নবনির্বাচিত বিধায়ক আরো বেশি করে কাজ করবে এবং যেকোন প্রকার সাহায্য সহকার জন্য আমার দপ্তর সম্পূর্ণভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে । সব মিলিয়ে আগামী দিনে নতুন রূপে সেজে উঠবে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র । আজকের এই দিনে দাঁড়িয়ে বিধানসভা কেন্দ্রে সংবর্ধনা সভায় দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।