প্রতিনিধি কৈলাসহর:-দীর্ঘ দশক পর ফটিকরায় বিধানসভা কেন্দ্র মন্ত্রিত্বের স্বাদ পাওয়ায় উচ্চসিত ৮ থেকে আশি। দ্বিতীয়বারের মতো গণদেবতার আশীর্বাদে বিধায়ক হলেন সুধাংশু দাস। বিগত পাঁচ বছরে অনেক প্রতিকূলতার মুহূর্তগুলো কাটিয়ে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন সেই দৃষ্টিভঙ্গি থেকে এই উন্নয়নের ধারা সারা রাজ্যের বুকে প্রতিফলিত করার লক্ষ্যেই ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ দুটো দপ্তরের মন্ত্রীর দায়িত্বভার অর্পণ করা হয়েছে সুধাংশু দাসের কাঁধে। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজকেই ফটিক রায়ের মাটিতে প্রথম পা রাখা। আর সেই মুহূর্তকে ঐতিহাসিক করে তুলতে হাজারেরও বেশি কর্মী সমর্থক বাইক রেলির মাধ্যমে কুমারঘাট শহরের রাজপথ দিয়ে ফটিকরায় নিয়ে আসেন নতুন মন্ত্রীকে।এরপর ফটিকরায় বাজারে অস্থায়ী মঞ্চে দলীয় কর্মীদের পক্ষ থেকে এবং বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় মন্ত্রী সুধাংশু দাসকে।তিনি তার ভাষণে আবেগাপ্লুত হয়ে বলেন ফটিক রায়ের মানুষের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনাদের আশীর্বাদ মাথাই নিয়ে কাজ করব এবং আগামী দিনে ফটিকরায় বিধানসভার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাকি রয়ে গেছে সেগুলো বাস্তবায়িত করব।
103