Home » উদয়পুরে গোমতীর উপরে জোর গতিতে চলছে সেতু নির্মাণের কাজ

উদয়পুরে গোমতীর উপরে জোর গতিতে চলছে সেতু নির্মাণের কাজ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকারের আমলে উন্নয়নের গতি থেমে নেই । সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য বর্তমান সরকার প্রথম থেকেই জোর গতিতে কাজ করে চলেছে গোটা রাজ্য জুড়ে । সেই সাথে জল নগরী উদয়পুরে যোগাযোগ ব্যবস্থা পশ্চিম জেলা আগরতলার সাথে সম্পূর্ণভাবে ধরে রেখেছে উদয়পুরের নেতাজি সুভাষ সেতু । দীর্ঘ ৫০ বছরের অধিক এই সেতু দক্ষিণ ত্রিপুরার সাথে ত্রিপুরার রাজধানী আগরতলা যোগাযোগ স্থাপন করে চলেছে । বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সেতুটি এতটাই ছোট হয়ে পড়েছে তার কারণে একসাথে দুইটি গাড়ি পাড়াপাড় করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় । জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সংখ্যাও বেড়ে চলেছে উদয়পুরের বুকে । একই সাথে ছোট বড় বহি: রাজ্যের মালবাহী গাড়ি যেইভাবে প্রতিদিন দক্ষিণ ত্রিপুরা ও উদয়পুরে প্রবেশ করছে এই সেতুর উপর দিয়ে । তাতে করে বহুটনের গাড়ির ভাড় দিন-রাত এই নেতাজি সুভাষ সেতুর ওপর পড়ছে। তাই রাজ্য সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বিকল্প আরো একটি নতুন সেতু তৈরি করা যায় কিনা । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সহমত পোষণ করে তৎকালীন সময়ে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই উদ্যোগ গ্রহণ করে গোমতী নদীর ওপর সেতু নির্মাণের কাজ করার জন্য । বর্তমানে রাত দিন এক করে সেতু নির্মাণ কাজে জড়িত নির্মাণ শ্রমিকরা খোলা আকাশের নীচে গোমতী নদীর উপর বৈদ্যুতিক আলো লাগিয়ে কাজ করে চলেছে । যতটুকু জানা গিয়েছে , সম্ভবত আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সম্পূর্ণরূপে এই সেতু তৈরি হয়ে মাথা তুলে দাঁড়াবে উদয়পুর নেতাজি সুভাষ সেতুর পাশে । অনেকে মনে করছেন এই সেতুটি তৈরি হয়ে গেলে যাতায়াত ব্যবস্থায় আরো একটি নতুন পথ খুলে যাবে পশ্চিম জেলার সাথে । যদি সেতুটি তৈরি করে নেওয়া হয় তাহলে বহি:রাজ্যের বড় বড় মালবাহী ভারী ওজনের গাড়িগুলি যাতায়াতে অনেকটাই সুবিধা হবে । সেতু নির্মাণকে কেন্দ্র করে উদয়পুর বাসীদের মধ্যে এক উৎসাহ উদ্দীপনা প্রতিদিন লক্ষ্য করা যাচ্ছে ।

You may also like

Leave a Comment