প্রতিনিধি, উদয়পুর :-
২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা তিনবার রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে জয়ের হ্যাটট্রিক ধরে রাখলেন প্রণজিৎ সিংহ রায়। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্ত্রিসভায় কৃষি , পরিবহন ও পর্যটন এই তিন দপ্তরের মন্ত্রী পদ সামলান তিনি । বিগত দিনে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে বহু উন্নয়নমূলক কাজ তিনি করে গিয়েছেন । সে কাজকে সামনে রেখে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আবারো বিজেপি দলের হয়ে ভোটের ময়দানে লড়াই করেন । এই লড়াইয়ে বড় মাত্রায় বিরোধীদের থেকে জয় ছিনিয়ে আনেন । এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী প্রার্থী প্রণজিৎ সিংহ রায় জয়লাভ করার পর কর্মীদের মধ্যে এক বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় । বিজেপি জয়ী প্রার্থী প্রণজিৎ সিংহ রায় কে সাথে নিয়ে উদয়পুর পৌর পরিষদের বিভিন্ন এলাকায় বিজয়ের মেতে উঠে দলের কর্মীরা । গেরুয়া আবিরে কর্মীরা একে অপরকে রাঙিয়ে আনন্দে মেতে ওঠে উদয়পুর শহর জুড়ে । এদিনের বিজয় উৎসবে উপস্থিত ছিলেন , উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, একত্রিশ আর কে পুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস সহ স্থানীয় অন্যান্য নেতৃত্বরা ।