ধর্মনগর,
শীতের জড়তা সরিয়ে প্রকৃতির নতুনরূপে জেগে উঠা। চারিদিকে গাছের নতুন পাতা, পলাশ-শিমুল -কৃষ্ণচূড়ার রঙের খেলা, আর কোকিলের কুহু কুহু ডাকে প্রকৃতি জানান দেয় আজি বসন্ত জাগ্রত দ্বারে। রবি ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ধর্মনগরের ইংরেজি মাধ্যম নর্থ পয়েন্ট দ্বাদশমান বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক রাজেশ ভট্টাচার্য কর্তৃক বৈদিক মন্ত্র উচ্চারণ এবং বিদ্যালয়ের শিক্ষিকা দেবাদ্রিতা ভট্টাচার্যের নব বসন্তের দানের ডালি গানের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ শশাঙ্ক শেখর দাস । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক দেবময় ভট্টাচার্য, কোষাধক্ষ্য রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক-অবিভাবিকাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সংগীত শিক্ষক সুব্রত চক্রবর্তী এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা জয়ত্রী চক্রবর্তী এবং মধুমিতা ভট্টাচার্য। উল্লেখ্য, ১৯৯১ সালে প্রথম এই বিদ্যালয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছিল, যার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। সর্বশেষে রাঙিয়ে দিয়ে যাও গানটির মধ্য দিয়ে পরস্পরের মধ্যে রঙের খেলা এবং ভাব বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
শীতের জড়তা সরিয়ে প্রকৃতির নতুনরূপে জেগে উঠা।
108