Home » মহিলা ভোটারদের ব্যাপক সাড়া উদয়পুর মহকুমায়

মহিলা ভোটারদের ব্যাপক সাড়া উদয়পুর মহকুমায়

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

৬০ আসনে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার । এদিন সকাল সাতটা থেকে শুরু হয় ভোট দান প্রক্রিয়া । এদিন সকালে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন বিজেপি রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব । মায়ের মন্দিরে পুজো অর্চনা শেষ করে এদিন বিজেপি রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে নিজের ভোট দেন তিনি । এদিন সকালে ৩১ রাধা কিশোর পুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভোট দেন উদয়পুর পৌর পরিষদে । ভোট দিয়ে বাইরে বের হয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলে তিনি জানান । সেই সাথে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় ভোট দিয়ে নিজের জয়ের ব্যাপার ১০০ শতাংশ আশাবাদী বলে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্ন উত্তরে জানান । এদিন সকাল থেকেই উদয়পুর মহকুমার অন্তর্গত ৩৩ কাঁকড়াবন শালগড়া, ৩১ আরকেপুর বিধানসভা কেন্দ্র , ৩২ মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র ও ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রে ভোরের আকাশে সূর্য উদয় হতেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়ে । পুরুষ ও মহিলাদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় এদিন । সেই সাথে নতুন ভোটাররা ব্যাপক উদ্যমমের সাথে এদিন লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে । এক উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে ভোটাররা এদিন লাইনে দাঁড়িয়ে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করে । একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে । যেভাবে ভোটাররা ভোট দান করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ভোট দিয়েছে তা ছিল একেবারেই লক্ষণীয় । সেই সাথে বয়স্ক ভোটাররাও এদিন লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় । ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা এই আত্মবিশ্বাস রেখে আগামীর পথ সুন্দর হয়ে উঠবে বলে আশাবাদী প্রত্যেক প্রার্থী । পাহাড় থেকে সমতল শহর থেকে গ্রাম , উৎসবের মেজাজে যুবক যুবতীরা যেভাবে ভোট দিয়েছে তা এক অনন্য নজির সৃষ্টি করেছে গোমতী জেলায় । গণদেবতাদের রায় বাক্সবন্দী হয়ে এবার স্ট্রংরুমে সুরক্ষিত রয়েছে । আগামী ২রা মার্চ ফলাফল ঘোষণা হলেই নতুন ভাবে আবারো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এক নতুন সরকার গঠন হবে রাজ্যের বুকে এমনটাই আশাবাদী ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদের।

You may also like

Leave a Comment