প্রতিনিধি,গন্ডাছড়া ১৬ ফেব্রুয়ারি:- বিএলও’র বাড়িতে দুঃসাহসিক চুরি, ঘটনা গন্ডাছড়া থানাধীন নারায়ণপুর লিচুবাগান। ঘটনার বিবরণে জানা যায় বিএলও পূর্ণবান চাকমা সহ তার গোটা পরিবার ভোটদানের জন্য বুধবার তুই চাকমা যায়। সেখানে পূর্ণবান বিএলও হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার তুই চাকমা গিরিশচন্দ্র কারবাড়ি পাড়া হাই স্কুলে পূর্ণবানের স্ত্রী ভোট দিয়ে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের লন্ডভন্ড অবস্থা। পরে দেখতে পায় ঘরের বেড়া কাটা। ধারনা করা হচ্ছে চোরের দল বেড়া কেটে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটায়। পূর্ণবানের স্ত্রী জানান এদিন চুরের দল শোকেস ভেঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার সহ টিভি,জলের মোটর ইত্যাদি মূল্যবান জিনিস নিয়ে যায়। তিনি আরো জানান গত পাঁচ মাসে পর পর তিনবার তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে গিয়ে ঘটনার তদন্তে নামে। ভোটের দিন বিএলও’র বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় নারায়নপুর লিচুবাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
104