Home » বামগ্ৰেসের জোট নিঃস্ব হবে ত্রিপুরায় :- প্রণজিৎ

বামগ্ৰেসের জোট নিঃস্ব হবে ত্রিপুরায় :- প্রণজিৎ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ভারতীয় জনতা যুব মোর্চা ৩১ রাধাকিশোরপুর মন্ডলের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল চারটায় উদয়পুর জামতলা টাউন হলে । এই যুব সম্মেলনে উপস্থিত ছিলেন , কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব মোর্চার গোমতী জেলা সভাপতি সুকান্ত সাহা , ৩১ আর কে পুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস ও ৩১ আর কে পুর মন্ডলের যুব মোর্চার সভাপতি রাকেশ শীল , পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমূখ । সেদিনের যুব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা বলেন , সিপি আইএমের সন্ত্রাসের সামনে গত ২৫ টি বছর বহু কংগ্রেস কর্মীর রক্ত ঝরেছে । এবার সেই কংগ্রেস সিপিআইএমের সাথে আঁতাত করে জোটে আবদ্ধ হয়েছে। রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে এই জোটের জবাব তাদেরকে দিতে হবে সাধারণ মানুষের কাছে । একের পর এক বাক্য বানে আক্রমণ শানান সুকান্ত ।এদিন কৃষিমন্ত্রী যুব সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে তীব্র আক্রমণ শানান সিপিআইএম ও কংগ্রেসের জোটকে । এদিন কৃষিমন্ত্রী বলেন সিপিআইএম ও কংগ্রেসের এই জোট রাজ্যের বুকে এক অশান্তির বাতাবরণ বয়ে আনবে । কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এই জোটের বার্তা ব্যক্তিগত লাভা লাভের কারণেই জোট করেছে সিপিআইএমের সাথে । বিগত দিনে সিপিআইএমের হাতে কংগ্রেসের বহু পরিবার ধর্ষিত, লাঞ্ছিত ,রক্তাক্ত এবং হামলার শিকার হয়েছে । রাজ্যের মানুষ দুই দলের জোটকে কোনদিন মেনে নেবে না । গত পাঁচ বছর এই রাজ্যে বিজেপি সরকার এক শান্তির পরিবেশ নিয়ে এসেছিলো । সে শান্তির পরিবেশ কে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে সকলে । এইদিন যুব সম্মেলন শেষে যুব কর্মীদের সাথে নিয়ে উদয়পুর জগন্নাথ দীঘির চারদিকে মিছিল করে যুব মোর্চার কর্মীরা । মিছিল থেকে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান কর্মীরা ।‌ এদিনের মিছিল কে কেন্দ্র করে যুব মোর্চার কর্মীদের উপস্থিতি ছিলো সাড়া জাগানো ।

You may also like

Leave a Comment