প্রতিনিধি, বিশালগড়, ২০ জানুয়ারি।। বামেদের একনিষ্ঠ কর্মীরাই কংগ্রেসের সঙ্গে আঁতাত মেনে নিতে পারছেনা। বুথে বুথে বিদ্রোহ চরম আকার ধারণ করছে। ক্ষোভে অভিমানে লালঝাণ্ডা ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। শুক্রবার বিকাল বিধানসভায় দু’টি পৃথক সভায় ৮৪ জন সিপিএম সমর্থক বিজেপিতে যোগ দেন। এদিন সন্ধ্যা রাতে বিশালগড়ের তথাকথিত লালদুর্গ শীতলটিলায় বড়ো ধাক্কা খায় বামেরা৷ সেখানকার সিপিএম নেতা নারায়ণ রবি দাস সহ ৩২ জন সিপিএম সমর্থক বিজেপিতে যোগ দেন। তাদের বরণ করেন মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ স্থানীয় নেতৃবৃন্দ। দীর্ঘদিনের সিপিএমের নেতা নারায়ণ রবি দাস দলত্যাগ করে ক্ষোভ ব্যাক্ত করতে গিয়ে বলেন গরিবের জন্য লড়াই। বুর্জোয়াদের বিরুদ্ধে লড়াই। এগুলি ছিল সিপিএমের নীতি। আজ কোথায় গেল সেই নীতি ? তিনি বলেন মানুষ এগুলি বরদাস্ত করবেনা। এদিকে একই মন্ডলের গৌতম কলোনিতে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। বহুদিনের সিপিএমের একনিষ্ঠ কর্মী জয় কিশোর দাস সহ ৫২ জন সিপিএম সমর্থক বিজেপিতে যোগ দেন। কংগ্রেস জোট জামানায় গৌতম কলোনিতে সন্ত্রাসের রাজত্ব ছিল। আজ শান্তি বিরাজ করছে। সকলের ঘরে সরকারি সহায়তা পৌঁছে যাচ্ছে। তাই দল ছাড়েন বলে জানান তারা। বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন আগরতলায় নেতারা জোট বেঁধেছে। আর সারা রাজ্যে মানুষ জোট বাঁধছে। অশুভ শক্তির জামানত জব্দ করতে প্রস্তুত হচ্ছে মানুষ।
115