প্রতিনিধি, উদয়পুর :-
রাজ্য বিধানসভার ভোট ঘোষণা আগেই শাসক বিজেপির বুথ অফিস পুড়িয়ে দিলো দুষ্কৃতিকারীরা । ঘটনা সোমবার রাত একটা নাগাদ উদয়পুর সোনামুড়া চৌমুহনী সংলগ্ন জাতীয় সড়কের পাশে । অগ্নিকাণ্ডে বিজেপির বুথ অফিসের প্রচারসজ্জা পুড়ে যায় । এই ঘটনার খবর পেয়ে দলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় অগ্নিকাণ্ডের ঘটনা জানিয়ে । ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ ও উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক । এদিন বিজেপির ৩১এর ৩৪ নং বুথে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপি গোমতী জেলা কমিটির সদস্য ত্রিদিব দাস অভিযোগ করেন , বুথ অফিসের অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত রয়েছে কংগ্রেস ও সিপিআইএম । বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে রাধা কিশোর পর বিধানসভা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করা যায় সেদিকে প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে বিরোধী দলগুলি । ভোটের মুখে গোটা বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের কর্মীরা এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করে ভোটারদের মনে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে । তিনি বলেন রাজ্যের জনগণ তা কখনো মেনে নেবে না । অগ্নিকাণ্ডের ঘটনায় বিরোধী দলের যে সকল কর্মীরা যুক্ত রয়েছে তাদেরকে যেন পুলিশ আটক করে। সে আবেদন করেন তিনি । এই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তপ্তের পরিবেশ বিরাজ করছে গোটা উদয়পুর শহরে জুড়ে ।