Home » ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহায়তায় যেভাবে রাজ্যের প্রেসক্লাবগুলিকে খেলার সামগ্রী দেওয়া হলো তাকে ধন্যবাদ জানিয়েছে ধর্মনগর প্রেসক্লাব।

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহায়তায় যেভাবে রাজ্যের প্রেসক্লাবগুলিকে খেলার সামগ্রী দেওয়া হলো তাকে ধন্যবাদ জানিয়েছে ধর্মনগর প্রেসক্লাব।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
মঙ্গলবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি প্রেসক্লাবকে যেভাবে খেলার সামগ্রী দিয়ে অভিনন্দন জানানো হলো এই ধরনের পরিকল্পনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ধর্মনগর প্রেস। আগরতলা প্রেসক্লাবে বিকাল তিনটায় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব দপ্তরের মন্ত্রী সুকান্ত চৌধুরী আগরতলা প্রেসক্লাবের সহ-সভাপতি অরুণচন্দ্রনাথ সম্পাদক প্রণব সরকার আইসিএ এর দুজন অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর প্রাণজিৎ বাগচী এবং বিপ্লব দত্ত। ধর্মনগর প্রেসক্লাবের পক্ষে খেলার সামগ্রী গ্রহণ করতে আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সম্পাদক পান্না ঘোষ। ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতি পলাশ সেন এবং অন্যান্য সদস্যরা রাজ্য সরকারের মনোবৃত্তি অভিবাদন জানিয়েছেন। উল্লেখ্য রাজ্যের ইতিহাসে প্রথমবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর সাংবাদিকদের জন্য অন্যভাবে কিছু ভাবতে শুরু করেছে।

You may also like

Leave a Comment