Home » ২০২৩ শে বিপুল ক্ষমতা নিয়ে সরকার গড়ছে বিজেপি : রামপদ

২০২৩ শে বিপুল ক্ষমতা নিয়ে সরকার গড়ছে বিজেপি : রামপদ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

৩০ বাগমা মন্ডলের উদ্যোগে বিজয় সংকল্প জনসভা অনুষ্ঠিত হয় বাগমা বাজার এলাকায়। এই বিজয় সংকল্প সভার প্রথমে জনবিশ্বাস যাএা অনুষ্ঠিত হয় বাগমা মন্ডলের উদ্যোগে বাগমা বাজারে। জনবিশ্বাস যাএা শেষে বাগমা বাজারে হয় বিজয় সংকল্প জনসভা। বিজয় সংকল্প জনসভা উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া, ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ বাগমা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। মন্ত্রী রামপদ জমাতিয়া ভাষণ রাখতে গিয়ে বলেন , আজকের এই বিজয় রথে কর্মীদের উপস্থিতি জানান দিচ্ছে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয় হবেন । এছাড়া ২০২৪ সালে পুনরায় কেন্দ্রেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসবেন বলে রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া বক্তব্যে তুলে ধরেন। পাশাপাশি বিরোধীদের অশুভ শক্তি কোন কাজে আসবেন না এবারের বিধানসভা নির্বাচনে ।বিরোধীদলের অশুভ শক্তিকে পরাজয় করে রাজ্যে পুনরায় ক্ষমতায় আসবে শাসক দল বিজেপি । এই দিনের বাজার সভায় বিজেপি কর্মীদের উপস্থিতি ছিলো ব্যাপক সাড়া ।

You may also like

Leave a Comment