Home » চড়িলামে উপ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৭৪ ভোটার বিজেপিতে

চড়িলামে উপ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৭৪ ভোটার বিজেপিতে

by admin

প্রতিনিধি,বিশালগড়, ৬ জানুয়ারি ।। বাম কংগ্রেসের অশুভ আঁতাত প্রত্যাখ্যান করছে সাধারণ মানুষ। কংগ্রেস সিপিএম কাছাকাছি আসতেই বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে। চড়িলামে প্রতিদিন সিপিএম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে ভোটাররা। শুক্রবার চড়িলাম মন্ডলের ছেচরীমাই গ্রাম পঞ্চায়েত বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় উপস্থিত ছিলেন চড়িলামের বিধায়ক তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। বিজেপি সিপাহীজলা জেলা সদস্য শ্যামল দেবনাথ, ছেচরীমাই গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রদীপ দেবনাথ, এলাকার অভিভাবক চিত্তরঞ্জন দেবনাথ। সভায় ২৬ পরিবারে ৭৪ জন ভোটার সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের বরণ করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। ভাষণে যীষ্ণু দেব বর্মন বলেন
বিজেপি কোন পার্টি নয়। বিজেপি একটি পরিবার। সবাই কার্যকর্তা। বিজেপিতে কোন পদ নেই। আছে দায়িত্ব। বিজেপিতে নতুন পুরনো বলতে কিছু নেই। যারা আজকে এসেছেন তাদের যেমন গুরুত্ব, পুরনোদের তেমনই গুরুত্ব। ছেচরিমাই গ্রামের উন্নয়ন শুধু একা প্রধান করতে পারবেনা। গ্রামের সবাইকে সক্রিয় ভাবে গ্রামের উন্নয়নে কাজ করতে হবে। ছেচরিমাই গ্রামে প্রচুর কাজ হয়েছে। আরো হবে। আপনাদের সঙ্গে নিয়ে গ্রামকে শহরের রূপ দেওয়ার কাজ করবো

You may also like

Leave a Comment