Home » বিশালগড়ে মহিলা মোর্চার ঐতিহাসিক সম্মেলন

বিশালগড়ে মহিলা মোর্চার ঐতিহাসিক সম্মেলন

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৬ জানুয়ারি ।। অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে ঐতিহাসিক সম্মেলন করেছে বিশালগড় মহিলা মোর্চা। স্মরণাতীত কালে এমন সুবিশাল নারী জমায়েত বিশালগড়ে কোন রাজনৈতিক দল করতে পেরেছে কি-না জানা নেই। শুক্রবার দুপুরে বিশালগড় নবনির্মিত টাউন হলে কার্যত নারী শক্তির জাগরণ পরিলক্ষিত হয়। চেয়ারে স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে বসেই ভাষণ শুনেন উপস্থিত উজ্জীবিত নারী ব্রিগেড। ঐতিহাসিক মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মা, জেলা সভানেত্রী শান্তা দাস, বিশালগড় মণ্ডল সভানেত্রী পিংকি মন্ডল, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিজেপির প্রদেশ সদস্য অঞ্জন পুরকায়স্থ, বিজেপির মন্ডল সভাপতি সুশান্ত দেব, মন্ডলের প্রভারী অমল দেবনাথ প্রমুখ। বিশালগড় মন্ডলে প্রতি বুথে মহিলা মোর্চার শক্তিশালী সংগঠন গড়ে উঠেছে। ৬০ টি বুথ থেকে মহিলা মোর্চার কার্যকর্তারা উপস্থিত হয়ে সম্মেলনকে ঐতিহাসিক রূপ দেয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন স্ব শক্ত মা এবং শক্তিশালী ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নের কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাজ্যে সাড়ে তিন লক্ষ মা বোন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাদের আর্থসামাজিক বিকাশের কাজ চলছে। মহিলাদের হাতে রোজগার এসেছে। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ, চিকিৎসার খরচ মেয়েরাই করে নিচ্ছে । তিনি বলেন করোনা মহামারী পরিস্থিতিতে কাউকে না খেয়ে মরতে হয়নি। বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী। গনবন্টন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। কোথাও চাঁদাবাজি নেই, দলবাজি নেই। সিপিএম ক্ষমতায় থাকলে করোনা মহামারী পরিস্থিতিতেও তাদের চাঁদা দিতে হতো। তাই ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত ত্রিপুরা উপহার দিতে নারীশক্তিকে বড়ো ভূমিকা পালন করতে হবে। মহিলা মোর্চার প্রদেশ সভাপতি ঝর্ণা দেববর্মা বলেন বুথে নজর রাখুন। ষড়যন্ত্র চলছে। অশান্তি সৃষ্টি করতে চাইলে নারী শক্তিকে গর্জে উঠতে হবে। বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন আজকের নারী শক্তির গর্জনে বিশালগড়ের সিপিএম বিধায়কের রাতের ঘুম উবে যাবে। বিশালগড়ে দশ হাজার ভোটে বিজেপির জয় সুনিশ্চিত করতে মুখ্য ভূমিকা নেবে নারী শক্তি।

You may also like

Leave a Comment