উদয়পুর প্রতিনিধি
গোমতী জেলার ব্যাটমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যভিত্তিক ৫১ তম ব্যাটমিন্টন চ্যাম্পিয়ানশিপন অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল পাঁচটায় উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাব প্রাঙ্গনে । প্রদীপ প্রজ্জ্বলন করে ব্যাটমিন্টন চ্যাম্পিয়ানশিপনের শুভ উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন , গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাঠুর, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , গোমতী জেলার যুব বিষয়ক কল্যাণ দপ্তরের সহকারী অধিকর্তা ভারতী নিগম সহ প্রমূখ । এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা শাসক বলেন , পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করা খুবই জরুরী । এছাড়া প্রতিটি ছাত্রছাত্রীকে খেলাধুলায় মনোনিবেশ ঘটানো খুবই প্রয়োজন বর্তমান সময়ে দাঁড়িয়ে । এদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোমতী জিলা পরিষদের সহকারী সভাধিপতি বলেন , রাজ্যভিত্তিক যে সকল খেলোয়াড়রা এই ব্যাটমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করবে সে সকল খেলোয়াররা আগামী দিনে জাতীয় স্তরে খেলার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন তার ভাষণে । চার দিন ধরে চলবে এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সকল অতিথিরা ফ্লাওয়ার হাতে ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন আটটি জেলার ১৮০ জন খেলোয়াড় অংশ নেন ব্যাটমিন্টন চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতায় ।