উদয়পুর প্রতিনিধি
গত মঙ্গলবার রাতে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে কংগ্রেসের প্রচারসজ্জায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা । করা হয় ব্যাপক বোমাবাজি । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুর ১২ টায় উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের করে কংগ্রেস । মিছিলটি উদয়পুর শহরের নানা পথ পরিক্রমা করে এসে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস কে ঘেরাও করে কংগ্রেস কর্মীরা । অবরোধ করা হয় থানা কর্নার এলাকার রাস্তাটিকে । পরবর্তী সময় থানার ওসি বাবুল দাসের সাথে দেখা করে ডেকোরেশনে মিলিত হয় গোমতি জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল, পিসিসি সদস্য মিলন কর, রাজিব সমাদ্দার সহ অন্যান্যরা । জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন , জামজুরী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ও উদয়পুর জেলা কংগ্রেস ভবনে বোমাবাজি ও অগ্নিকাণ্ডের ঘটনার সাথে যে সকল দুষ্কৃতিকারীরা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । এই সকল দাবি নিয়ে থানার ওসি আশ্বস্ত করেন কংগ্রেস কর্মী ও নেতৃত্বদের কে । ওসির কাছ থেকে আশ্বস্ত পাওয়ার পর কংগ্রেস কর্মীরা এদিন ঘেরাও মুক্ত করে গোটা রাধাকিশোরপুর থানাকে ।