Home » স্থানীয় হোষ্টেল পরিচালক নিয়োগের জন্য বিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করলো এলাকাবাসী।

স্থানীয় হোষ্টেল পরিচালক নিয়োগের জন্য বিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করলো এলাকাবাসী।

by admin

স্থানীয় হোষ্টেল পরিচালক নিয়োগের জন্য বিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করলো এলাকাবাসী।

ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত শ্রীকান্তবাড়ী উচ্চ বিদ্যালয়ে হোষ্টেল পরিচালনার জন্য এলাকার বাইরে থেকে একজনকে নিয়োগ করাহয়েছে। এইবিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীরা জনজাতি সম্প্রদায়ের। এই ছাত্র ছাত্রীদের পরিচালনার জন্য জনজাতি অংশের লোকজনের প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। অপরদিকে এলাকাবাসীদের অভিযোগ কোয়াইফাং এডিসি ভিলেজে এইকাজ করারজন্য যোগ্যব্যক্তি রয়েছে। তাই সকলের দাবী হোষ্টেল পরিচালনার ক্ষেত্রে স্থানীয় লোকজনদের বাছাইকরে নিয়োগকরাহোক। এইবিষয়ে এলাকাবাসী শুক্রবার বিদ্যালয়ে বিক্ষোভ দেখায়। পরবর্তী সময় এলাকাবাসীর উদ্দ্যোগে বিদ্যালয় কতৃপক্ষের নিকট লিখিতভাবে ডেপুটেশন প্রদানকরাহয়। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের নিকট জানতেচাইলে তিনি জানান এলাকাবাসীর দাবী সম্পর্ক তিনি জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথের নিকট টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন সেখানথেকে বিদ্যালয় পরিদর্শক স্পষ্টভাষায় জানিয়েদেন তিনি এইবিষয়ে কিছু করতে পারবেননা। পরবর্তীসময় ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক হতাশাগ্রস্থহয়ে জেলার শিক্ষা আধিকারিক সুবির মজুমদারের নিকট ফোনে কথাবলার প্রয়াস চালানোর পর ব্যার্থহন। জেলার শিক্ষা আধিকারিক সুবির মজুমদার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের ফোন রিসিভ করছেনা বলে অভিযোগ। অপরদিকে এলাকাবাসীরা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে উনাদের দাবি তুলধরেন। এখন দেখার বিষয় এইবিষয়ে শিক্ষা দপ্তরকিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

You may also like

Leave a Comment