প্রতিনিধি, বিশালগড়, ৩ জানুয়ারি।। চড়িলাম ব্লকের রামছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার রামছড়া গ্রাম পঞ্চায়েত মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , গ্রাম প্রধান শ্যামল দেবনাথ, উপ প্রধান দ্বিগবিজয় চৌধুরী , সমাজসেবক দীপঙ্কর দেবনাথ। গ্রামের ৩০ জন প্রবীণ নাগরিকের হাতে সম্মাননা তুলে দেন উপমুখ্যমন্ত্রী। রামছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বাইসাইকেল তুলে দেওয়া হয়। আমরা গ্রামের সকলের আশীর্বাদ নিয়ে গ্রামের উন্নয়ন করতে চাই। সমাজের অন্তিম ব্যাক্তির কাছে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার কাজ হচ্ছে। শেষে রামছড়া এস এম সি কমিটির পক্ষ থেকে রাজ্যের উপ মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সবশেষে গ্রামের উপস্থিত সকলে একসঙ্গে বসে ভোজন করেন।
127
next post