Home » পারিবারিক স্বার্থের জন্য সিপিআইএমের সাথে আঁতাত হয়েছে কংগ্রেসের , বললেন প্রণজিৎ

পারিবারিক স্বার্থের জন্য সিপিআইএমের সাথে আঁতাত হয়েছে কংগ্রেসের , বললেন প্রণজিৎ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ভারতীয় জনতা পার্টি ৩১ রাধা কিশোরপুর মন্ডলের উদ্যোগে মহিলা মোর্চা সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার দুপুর তিনটায় উদয়পুর জামতলা টাউনহলে । প্রদীপ প্রজ্বলন করে মহিলা মোর্চার সম্মেলনের শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা , ৩১ রাধাকিশোরপুর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম, ৩১ আরকেপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস সহ প্রমূখ । মহিলা মোর্চার সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার জন্য সিপিআইএম ও কংগ্রেস এক জোটে আবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেমেছে । যা কখনো তাদের মনোবাসনা পূর্ণ হবে না । এদিন মন্ত্রী নাম না করে সুদীপ রায় বর্মনকে তীব্র আক্রমণ শানিয়েছেন । তিনি বলেন পারিবারিক স্বার্থের জন্য সিপিআইএমের সাথে আতাত হয়েছে কংগ্রেস । একই সাথে মন্ত্রী জানান আগামী ১১ ই জানুয়ারি নির্বাচন কমিশনের একটি উচ্চপদস্থ দল রাজ্যে আসছেন । একই সাথে আগামী ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে এদিন ভাষনে উল্লেখ করেন মন্ত্রী । শুধু তাই নয় বর্তমান রাজ্য সরকার মহিলাদের স্বশক্তি করনের জন্য চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ করেছে । আগামী ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে মহিলা মোর্চার কর্মীরা আবারও দ্বিতীয়বারের জন্য পুনরায় ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতার মসনদে বসাবে বলে এদিন ভাষন রাখতে গিয়ে এমনটাই বলেন পরিবহনমন্ত্রী । একই সাথে মন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি । পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার যে কল্পতরু সিদ্ধান্ত নিয়েছে তা কখনো বিগত সরকার নিতে পারেনি বলে এদিন সরাসরি আক্রমণ শানান সিপিআইএমকে । এদিন আর কে পুর মণ্ডলের মহিলা মোর্চার সম্মেলনকে কেন্দ্র করে মহিলাদের উপস্থিতি ছিল উদয়পুর টাউন হলে কানায় কানায় পূর্ণ।

You may also like

Leave a Comment