Home » কাজ করছে বিজেপি সরকার

কাজ করছে বিজেপি সরকার

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ভারতীয় জনতা পার্টির সরকারের সময়েই সর্বাধিক গুরুত্ব এবং মর্যাদা পেয়েছে বাগিচা শ্রমিকরা। কেননা এই সরকারের সময়েই মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিবিধ উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করছে বিজেপি সরকার।তাইতো কথা দিয়ে কথা রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আজ ঊনকোটি জেলার আদিবাসী অধ্যুষিত মূর্তিছড়া চা বাগানের হনুমান মন্দির প্রাঙ্গণে এক জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন।দীর্ঘ সময় আদিবাসীদের সঙ্গে একান্তে আলোচনা করেন এবং তাদের সমস্যা নিয়ে বিভিন্ন বিষয়গুলি সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এর আগে এই এলাকায় এত ঘন ঘন কোন বড় মাপের নেতা আসেননি বলে জানান সাধারণ মানুষরাই।বাম আমলে এই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন বামফ্রন্ট মন্ত্রিসভার উল্লেখযোগ্য মন্ত্রী তপন চক্রবর্তী।কিন্তু বছরে একদিন ও মন্ত্রীর দেখা পায় নি স্থানীয়া বাগিচা শ্রমিকরা। সারা বছর আগরতলা থাকার ফলে চা বাগান শ্রমিকদের এভাবে সময় দেননি তিনি এবং তাদের সুখ দুঃখ নিরসনের কোন উদ্যোগ নেননি।আজ বিপ্লব দেবকে কাছে পেয়ে আপ্লুত আদিবাসীরা আগামী দিনে তারা বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ লড়াই করবেন বলে কথা দেন বিপ্লব দেবকে।বিপ্লব দেব জানান বিধানসভা নির্বাচনের আগে তিনি এই বিধানসভা কেন্দ্রের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করবেন যাতে দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা যায়।তিনি এর আগে জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন মূর্তিছড়া চা বাগানে কিন্তু উনার হাতের সময় কম থাকার কারণে তিনি কোন কর্মসূচি করতে পারেননি।কিন্তু কথা দিয়েছিলেন আবার আসবেন এবং আদিবাসীদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন সেই অনুসারে তিনি কথা রাখলেন যার ফলে খুশি এলাকাবাসীরা

You may also like

Leave a Comment