Home » ২০২৩সালে বিপুল ক্ষমতা নিয়ে সরকারে ফিরছে বিজেপি , বি এম এস এর পথসভায় বললেন বিপ্লব

২০২৩সালে বিপুল ক্ষমতা নিয়ে সরকারে ফিরছে বিজেপি , বি এম এস এর পথসভায় বললেন বিপ্লব

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

বি এম এস গোমতী জেলার উদ্যোগে রাজ্যের শ্রমিক , শিক্ষক কর্মচারী হিতে ত্রিপুরায় রাষ্ট্রবাদী সরকারের দ্বারা গৃহীত ও সম্পূন্নকৃত কাজের আলোচনা নিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায় মাতারবাড়ি চন্দ্রপুর কলোনি বাজারে । এই পথ সভায় উপস্থিত ছিলেন , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, বিএমএসের গোমতী জেলা সভাপতি গৌতম দাস, গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, গোমতী ত্রিপুরা বাস জীপ চালক সংঘের জেলা সভাপতি স্বপন মন্ডল সহ প্রমূখ । এদিন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ও জেলা সভাপতি অভিষেক দেবরায় বক্তব্য রাখতে গিয়ে , সিপিআইএমকে তীব্র ভাষায় আক্রমণ করেন । বিগত দিনে বামেরা এই রাজ্যকে শোষণ ছাড়া কোন কাজ করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়া এই রাজ্যের জনগণ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতার পরিবর্তন করে রাষ্ট্রবাদী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই রাজ্যের মানুষ এক উন্নয়নের সরকার দেখতে পেয়েছে। রাজ্যে খুন ,ধর্ষণ কোন কিছুই রাজ্যে বর্তমান সময়ে হচ্ছে না বলে দাবি করেন বিধায়ক । এদিন বি এম এস এর পথসভা কে কেন্দ্র করে বি এম এস এর কর্মীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।

You may also like

Leave a Comment