Home » এস সি বেনি ফিসারিদের মধ্যে বাইসাইকেল ও ওজন মাপার যন্ত্র বিতরণ উদয়পুরে

এস সি বেনি ফিসারিদের মধ্যে বাইসাইকেল ও ওজন মাপার যন্ত্র বিতরণ উদয়পুরে

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

শুক্রবার সকাল ১১ টায় গোমতী জেলা ভিত্তিক ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে এস.সি বেনিফিসারীদের মধ্যে বাইসাইকেল ও ওজন মাপার যন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে । প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন, গোমতী জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল, টেপানিয়া ও কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ প্রমূখ । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক ও জিলা সভাধিপতি বলেন , দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সবার সাথে , সবার বিকাশ এই শ্লোগানকে সামনে রেখে গোটা দেশ জুড়ে কাজ করে চলেছে । আজকের দিনে যে সকল ছাত্ররা বাইসাইকেল পেয়েছে তাদের প্রত্যেকের এক বিশেষ উপকারে আসবে এই সাইকেল গুলি । একদিকে যেমন বিদ্যালয়ে যেতে অনেকটা সুবিধা হবে অপরদিকে শিক্ষকের বাড়িতে পড়াশুনা করার জন্য খুব সহজেই পৌঁছে যেতে পারবে । অন্যদিকে ব্যবসায়ীদের হাতে ওজন মাপার যন্ত্র তুলে দেওয়ার কারনে বাজার থেকে অনেকটা টাকা সঞ্চয় হয়েছে ব্যবসায়ীদের। তার কারণ বাজারে এই ওজন মাপার যন্ত্র ক্রয় করতে গেলে অনেকটা টাকা খরচ হতো । যা এস সি বেনি ফিসারি হওয়ার কারণে তা খুব সহজেই দপ্তর থেকে পেয়ে যাওয়ার ফলে উপকারে সেটা চলে এসেছে। আগামী দিনে রাজ্য সরকার আরও নানা প্রকল্প হাতে নিয়েছে যা রাজ্যবাসীর কল্যাণে সে সকল প্রকল্পগুলির পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদিনের অনুষ্ঠানে ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় বাইসাইকেল এবং ব্যবসায়ীদের কে দেওয়া হয় ওজন মাপার যন্ত্র । এদিকে ডক্টর বি আর আম্বেদকরের মেরিট অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হয় এদিন উদয়পুর টাউনহলে । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এস সি বেনিফিসারীদের উপস্থিতি ছিল ব্যাপক সাড়া ।

You may also like

Leave a Comment