প্রতিনিধি, বিশালগড়, ২২ ডিসেম্বর।। অবশেষে পুলিশের জালে বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি নাসির আহমেদ ওরফে নসু।বিপুল পরিমাণে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, হেরোইন এবং বাইক সমেত তাকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের নেতৃত্বে বিশেষ তল্লাশি অভিযানে পুলিশের জালে ধরা পড়ে নসু। বৃহস্পতিবার ভোর রাতে বিশালগড় বাইপাস সড়ক থেকে তাকে আটক করা হয়। জানা যায় বিশালগড়ে কুখ্যাত বাইক লিফটার এবং নেশা কারবারি হিসেবে পরিচিত নাসির আহমেদ ওরফে নসু। তাকে চোরা নসু হিসাবে অনেকে চিনে। এদিন ভোর রাতে ফেন্সিডিল পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন নসু। গোপন খবরের ভিত্তিতে বাইপাস সড়কে উৎ পেতে বসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড়ের ওসি বাদল সাহা, সেকেন্ড ওসি সুমন উল্লাহ কাজী, সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস, টি এস আর জওয়ানরা। নির্জন সড়কে আপনমনে নেশা সামগ্রী নিয়ে যাচ্ছিল নসু। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ে নসু। পরবর্তী সময়ে নোয়াপাড়া স্থিত তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২১০ টি ইয়াবা ট্যাবলেট, ৫৮ টি ব্রাউন সুগারের কন্টেইনার উদ্ধার করে পুলিশ । দীর্ঘদিন যাবত নাসির আহমেদ তথা চোরা নসু বেআইনি নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে এনএডি পিএস এক্টে বিশালগড় থানায় একাধিক মামলা রয়েছে। রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এমনকি বাইক সহ নানা চুরি কান্ডের সঙ্গে যুক্ত রয়েছে নসু।
177