প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর বিধানসভা এলাকার দক্ষিণ তারনগরে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই যোগদান সভাতে ১৬ পরিবারের ৫৬ জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপি দলের যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলিয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন মোহনপুরের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
২ নং মোহনপুর বিধানসভা এলাকায় আসছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন দলত্যা সভা জারি রয়েছে।দক্ষিণ তারানগর এলাকায় যে সমস্ত মানুষ দীর্ঘদিন যাবত সিপিআইএম দলের সাথে যুক্ত ছিলেন উনারা বিজেপি আইপিএফটি সরকারের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন বলে জানালেন দল ত্যাগিরা।এইদিন এলাকার বিধায়ক তথা শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ যোগদান সভাতে বক্তব্য রাখতে গিয়ে বলেন যারা এদিন যোগদান করেছেন উনারা নিজেদেরকে বিজেপি দলে নতুন ভাবার কোন কারণ নেই। কারণ বিজেপি দল সবাইকে নিয়ে সবাইকে সমান মর্যাদা দিয়ে কাজ করে। ফলে এলাকার এবং রাজ্যের উন্নয়নে সরকার যে সমস্ত উন্নয়নমুখী সিদ্ধান্তগুলো গ্রহণ করছে সেগুলো সবাই মিলে বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান করেন তিনি।শিক্ষামন্ত্রী উল্লেখ করেন যেখানে পূর্বের সরকারের আমলে গোটা মোহনপুর বিধানসভা এলাকার ৫০০ থেকে ৭০০ সরকারি ঘর প্রদান করা হয়েছিল। সেই জায়গায় বর্তমানে ১২ হাজারেরও বেশি পাকা ঘর প্রদান করা হয়েছে। নির্মাণ কাজ চলছে আগরতলা খোয়ায় জাতীয় সড়কে। ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পানীয় জল। শিক্ষার ক্ষেত্রে আনা হয়েছে ব্যাপক উন্নয়ন মুখি পরিবর্তন। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিনে রাজ্যের সার্বিক বিকাশে সবার সহযোগিতা চাইলেন মন্ত্রী।
দক্ষিণ তারানগরে যোগদান সভায় রাজ্যের সার্বিক বিকাশে সকলের সহযোগিতা চাইলেন মন্ত্রী
110