
মঙ্গলবার বিকেল চারটা নাগাদ সিপিআইএমের উদ্যোগে অজগরটিলা এলাকায় দীর্ঘ ৫৭ মাস পর সিপিআইএমের দলীয় কার্যালয় খোলা হল। এদিন প্রথমেই দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে এবং পরবর্তীতে ফিতা কেটে কার্যালয়টি খুলা হয় প্রাক্তন মন্ত্রী মানিক দের হাত ধরে। এর পরবর্তীতে অজগর টিলার ৪৭ এবং ৪৮ নং বুথ এলাকায় এক জনসভা আয়োজিত হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস,DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সিপিআইএম নেতৃত্ব মনোজ দাস, কৃষক নেতা আলয় রায় সহ অন্যান্যরা। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিষয় বলেন, মানুষ সন্ত্রাসের রাজনীতিকে পছন্দ করেনা। তাই মানুষের সহযোগিতা নিয়েই আবার ওই এলাকায় সিপিআইএমের অফিসটি খোলা হয়েছে। তিনি আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচনে আর বিজেপি ক্ষমতায় আসবে না। মানুষের কাছে একমাত্র বিকল্প লাল ঝান্ডা। উল্লেখ করা যায়, সিপিআইএমের অফিস উদ্বোধন এবং সভাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে পুলিশ সহ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় পুরো অজগরটিলা এলাকায়। খোয়াই থেকে শুভঙ্করদের প্রতিবেদন