নিজ ঘর থেকে উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত মৃতদেহ। ঘটনা সোমবার রাতে খোয়াই থানাধিন বারোবিল গ্রাম পঞ্চায়েতে। মৃত যুবকের নাম জয়দীপ দেব। বয়স ৩৭। পরিবার সূত্রে জানা যায় যে, গতকাল রাতে খাওয়া-দাওয়া সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে জয়দীপ। সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে শুরু করে। শেষে তার কোন সারা শব্দ না পেয়ে সামনের দিকে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় সে ঘরের মেঝেতে পড়ে আছে এবং পিছনের দরজা খোলা ছিল। খবর দেওয়া হয় খোয়াই থানায়। খবর পেয়ে গঠনাস্থলে ছুটে আসে খোয়াই থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় খোয়াই হাসপাতালের মর্গে। দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ঘটনা সূত্রে খবর গত রবিবার আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিল সে। সেখান থেকে ফিরে এসে কোন একটি বিষয় নিয়ে তার মধ্যে একটু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা বেশ একটা গুরুত্ব দেয়নি। কিন্তু মঙ্গলবার নিজ ঘর থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নানাহ প্রশ্ন দানা বাঁধছে। যেভাবে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তাতে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিমত। উক্ত ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা খোয়াই মহকুমায়।
131