প্রতিনিধি, বিশালগড়, ১৭ ডিসেম্বর।। আইনকে সহজভাবে মানুষের কাছে নিয়ে যেতে ধারাবাহিক ভাবে কাজ করছে বিশালগড় আইন সেবা কমিটি । গ্রামীণ এলাকায় প্রতিনিধি সচেতনতা মূলক শিবিরের আয়োজন করে মানুষকে আইনি বিষয়ে সচেতন করার চেষ্টা করছে। শনিবার বিশালগড় আইন সেবা কমিটির উদ্যোগে পুরাথল গ্রাম পঞ্চায়েতে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আইনি বিষয়ে আলোচনা করেন আইনজীবী দেবাশীষ চৌধুরী। বর্তমান সময়ে সাইবার অপরাধের শিকার হয়ে অনেকে কষ্টার্জিত টাকা খোয়াচ্ছে। তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। উপস্থিত নাগরিকদের তিনি বলেন মানুষের জন্য আইন। সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে আইন। কিন্তু আমরা প্রতিনিয়ত আইন লঙ্ঘন করি। মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করি।এগুলো থেকে বিরত থেকে সবাইকে নিয়ে সুন্দর সমাজ গঠনে কাজ করতে হবে। মহিলা সংক্রান্ত অপরাধ দমন করতে সবাইকে কাজ করতে হবে।
112
previous post