Home » একদল মহিলা এগ্রিকালচার চৌমুহনী বাজারে মদ বিরোধী অভিযান চালায়

একদল মহিলা এগ্রিকালচার চৌমুহনী বাজারে মদ বিরোধী অভিযান চালায়

by admin

উদয়পুর প্রতিনিধি :-

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশা মুক্ত ত্রিপুরার ডাক দিয়েছেন । মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে উদয়পুর গকুলপুর পঞ্চায়েতের উপপ্রধান অনুমোড়া সিংহের নেতৃত্বে একদল মহিলা এগ্রিকালচার চৌমুহনী বাজারে মদ বিরোধী অভিযান চালায় । এই অভিযানে একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে দেশি মদ উদ্ধার করে । পরবর্তী সময় মহিলারা এই দেশি মদগুলিকে জাতীয় সড়কের ধারে নষ্ট করে দেয় । উপপ্রধান সংবাদ মাধ্যমকে জানিয়েছে , গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পুলিশ এই দোকান থেকে দুই ব্যাগ দেশী মদ উদ্ধার করে। কিন্তু তারপরেও মদ বিক্রি বন্ধ করছে না হরে কৃষ্ণ দাস নামে এই দোকান ব্যবসায়ী । তাই এলাকার যুব সমাজকে রক্ষা করার জন্য এবার নিজ দায়িত্বে মদ বিরোধী অভিযান চালানো হয় এগ্রিকালচার চৌমুহনী বাজারে । এদিনের মদ বিরোধী অভিযানে এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ততা ছিল লক্ষণীয় ।

You may also like

Leave a Comment