প্রতিনিধি, বিশালগড়, ১৫ ডিসেম্বর।। আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর আস্তাবল ময়দানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারা রাজ্য থেকে প্রায় সত্তর হাজার বেনিফিসিয়ারি সমাবেশে অংশ নেবেন। এরমধ্যে বিজেপির সাংগঠনিক জেলা সিপাহীজলা (উত্তর) জেলার পাঁচটি মন্ডল থেকে সাত হাজার বেনিফিসিয়ারি অংশ নেবেন। সেই লক্ষ্যে প্রশাসনিক এবং সাংগঠনিক প্রস্তুতি তুঙ্গে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিজেপির জেলা কার্যালয়ে। সাংবাদিকদের সম্বোধন করেন বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। ছিলেন জেলা সাধারণ সম্পাদক রাজেশ সাহা, অফিস সম্পাদক রতন দেব। জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক জানান জেলার পাঁচটি মন্ডলে ব্যাপক প্রস্তুতি চলছে। সাত হাজার বেনিফিসিয়ারি সমাবেশে অংশ নেবেন এই জেলা থেকে। প্রয়োজনীয় গাড়ির বন্দোবস্ত করতে পারলে আরও অনেক বেনিফিসিয়ারি অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৮ ডিসেম্বর বেলা দুইটায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন গৃহ উদ্বোধন করবেন। এরপর আবাসন যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের বেনিফিসিয়ারিদের সঙ্গে মতবিনিময় এবং প্রকাশ্যে সমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি জানান আগামী ১৯ ডিসেম্বর বিজেপির নবনির্মিত সিপাহীজলা জেলা কার্যালয়ের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রভারী মহেশ শর্মা, সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সভায় সিপাহীজলা (উত্তর) জেলার ৭ হাজার বেনিফিসিয়ারি অংশ নেবেন
by admin
written by admin
93